সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি) স্টাফ রিপোর্টার।
উলিপুর উপজেলায় ২০২৩- অর্থবছরে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি + প্লাস) প্রকল্প প্রথম ধাপে পান্ডুল ইউনিয়নে ২৮১ জন শ্রমিক দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে।এতে করে গ্রামীণ রাস্তা ঘাটের চিত্র পাওয়া গিয়েছে।গ্রামের মানুষের চলাচলে আমুল পরিবর্তন দেখা গিয়েছে।যে সব রাস্তায় দু’পায়ে চলাচলের অনুপযোগী ছিল, এখন সে সকল রাস্তায় অনায়াসে চলাচল করবে যানবাহন। এ সব উন্নয়নে কৃষক সহ গ্রামের সাধারণ মানুষের মুখে হাসি ফুটছে।
পরিদর্শন করে দেখা যায়, পিছিয়ে পড়া জন গোষ্ঠীর বিশেষ করে কর্মহীন মানুষের জীবন জীবিকা সচল রাখতে প্রতিবছর সরকার শ্রমিকদের দিয়ে নিদৃষ্ট কিছু কাজ করিয়ে অর্থ দিয়ে থাকে।সরকারিভাবে এই প্রকল্পে অতিদরিদ্রের কর্ম সংস্থান কর্মসূচী ইজিপিপি + প্লাস ২২০ দিনের কর্মসূচী হিসেবে পরিচিত।
অতিদরিদ্রের কর্ম সংস্থান।
এই প্রকল্পের আওতায় ইউপিতে মাটিকাটা বিশেষ দুটি গুরুত্বপূর্ণ রাস্তা মহিষমুড়ি, অপরটি কুড়ারপাড় পাড়ুলের পাড়।
স্থানীয় – আব্দুল ফারুখ রুলু, ও আব্দুল জব্বার বলেন,
আমাদের এই মহিষমুড়ি এলাকার রাস্তাটি বন্যায় ডুবে যায় তাই এই এলাকার মানুষ বন্যার সময় এ রাস্তা দিয়ে চলতে পারেনা সামনে একটি স্কুল শিক্ষার্থীরা হাতে জুতা সেন্ডেল নিয়ে স্কুলে যেতে দেখি।
পড়নের কাপড় গুটিয়ে হাটবাজারে যাতায়াত করে মানুষ।
ইনশাল্লাহ এই মুহিষমুড়ি রাস্তাটি আর বন্যায় ডুববেনা।
এবার এই প্রকল্পের কাজ করে ২ফুট উচু, এবং অনেকটা প্রশস্ত হয়েছে বটে, তাই
এ রাস্তা পেয়ে আমরা এলাকা বাসি অনেক খুশি।
এদিকে – কুড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে, পাড়ুলের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি সংস্কার হওয়ায় – স্থানীয় মোঃ মনতাজ আলী বলেন, এই সরু রাস্তাটি উঁচু এবং প্রশস্ত হবে, রাস্তাটি চেয়ারম্যানের নজরে আসবে, আমরা এলাকাবাসি তা ভাবতেও পারিনাই।
এবার আমাদের ইউপি চেয়ারম্যান- আমিনুল ইসলাম, এই রাস্তা সংস্কার করায় আমরা এলাকাবাসি সকলে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ জানাই,
তার সাথে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাই।
ইউপি চেয়ারম্যান বলেন,
আমার ইউনিয়নে ৯টি প্রকল্পের মধ্যে মোট ২৮১ জন শ্রমিক,
গ্রামের রাস্তাগুলো শহরের ন্যায়
উন্নীতকরণ করার লক্ষে শেখ হাসিনার সেই প্রতিশ্রুতি কে বাস্তবায়নে আমরা সফলতার সহিত কাজ করে যাবো।
আমাদের গ্রামের মানুষ সহজে নানামুখী রাস্তা দিয়েই যেন শহরমুখী হতে পারে আমি সেই ভাবে জনগণের জন্য কাজ করে যাব।
তিনি আরও বলেন,
এবারের জন্য শ্রমিকদের পারিশ্রমিক পেতে দেরী হলেও আগামী ধাপে প্রতি সপ্তাহে তারা তাদের পারিশ্রমিক পাবে সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ!