স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহারে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করায়,অত্র থানাধীন ডাঁশমারী এলাকার শামীম রহমান শুভ (২৩) নামের একজন যুবকে হত্যার হুমকি ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই যুবক গতকাল সোমবার রাতে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন,আমি সমাজের একজন সচে তন নাগরিক। বিভিন্ন সময় আমি মাদক,ওয়ারেন্ট তামিল ও যেকোন অপকর্ম রোধে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগি তা করি। আমার এই ভালো কাজের দরুন সমাজের কিছু খারাপ প্রকৃতির লোক আমার ও আমার পরিবারের উপর মারাত্বক স্ক্রিপ্ত। আমি পুলিশ কে সহায়তা করার কারনে ধরমপুর ছোরাফানের মোড় এলাকার আকবর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান অলি(৩০),একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো: সম্রাট(৩৪), গতকাল সোমবার ২৭ মার্চ বিকাল সাড়ে ৪ টায় আমার বাড়ীর সামনে এসে বলে,পুলিশ কে সহযোগিতা করলে তোকে মারধর করবো এবং যেকোন সময় অস্ত্র ও মাদক দিয়ে ফিটিং মামলা দিয়ে দেব”।
তিনি আরো বলেন,তারা যেকোন সময় আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে,বিধায় আমার ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে থানায় একটি জিডি দায়ের করেছি।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন,এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।