প্রথম বাংলা – প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চান বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছে ন, ‘আমরা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই আমাদের আন্দোলন চলমান।’
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টি টিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যাচ্ছি আমাতে।
আমার কাছে তাই মনে হয়, এখনো কোর্ট-কাছারিতে যাচ্ছি, এখানো হাজিরা দিই, সব কিছুই। কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি, তাদের দিকে তাকালে মনে হয়, সেই বহু পুরনো দিনের রোমান্টিক গান ‘এই পথ যদি না শেষ হতো, কেমন হতো বলো তো’। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে আপনাদের এই পথটা যদি শেষ না তো কেমন হতো, কেমন হবে আপনিই বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই।”
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন চলমান, অপেক্ষায় আছি। তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয়, তবে দুঃখ পাবো। রাস্তায় নামতে চাই না, তবে নামব না সে প্রতিশ্রুতিও দিতে চাই না।