কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
৯ বোতল ইস্কাফ উদ্ধারসহ কুখ্যাত মাদক কারবারি সেলিমকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।জেলা পুলিশ তথ্য সুত্রেঃকুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ফুলবাড়ী থানা এলাকা থেকে ফুলবাড়ীর চন্দ্রখানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মো: সেলিম হোসেন(২২) ৯ বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।