
🥀🥀” শুভ ইংরেজি নববর্ষ ”
– এম কে বড়ুয়া।
- বছর শেষে ঝরা পাতা উড়ে এসে বলল
নতুন নববর্ষ তোমাকে স্বাগতম,
জীবন থেকে পেরিয়ে গেল একটি বৎসর
পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি
আজ দেখো সবাই দেখে নতুন স্বপ্ন।
স্বপ্নগুলো সত্যি করে ভালো থেকো
নতুন বছর তুমি যত্ন করে রেখো
নতুন দিন নতুন আলো নতুন বছর
মনের সকল আশা পূর্ণ হোক সবার,
- আধার ভেদ করে সূর্য কিরণ
পৌঁছে যাক প্রতি জীবন দুয়ারে
যাপিত জীবনের গ্লানী ভূলে
রাঙিয়ে তুলি আমরা নতুন বছর
সুখী হোক সবার প্রতিটি ক্ষণ
নতুন বছর নতুন সূর্য বয়ে আনুক আনন্দ,
হানাহানি ভেদাভেদ সবকিছু ভুলে
সুখের স্মৃতি রেখো মনে
দুঃখের স্মৃতি ভুলে যেও
মান অভিমান সব ভুলে
মিলেমিশে থেকো আপন জনে
- পালতোলা নৌকায় মাঝি ভাই
গায় ভাটিয়ালি গান
কৃষকের ক্ষেতের গোলা ভরা ধান
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে মিশে বাঁধি সুখের বাসা
হে নতুন নববর্ষ তোমায় স্বাগতম।