সিনিয়র রিপোর্টার:
রাজধানীর শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল(বিএইচএস) অনিয়ম, রোগীর প্রতি অবহেলা আর ভুল চিকিৎসার অভিযোগ পিছু ছাড়ছে না হাসপাতালটির। রোগী ও তার আত্নীয় স্বজনদের অভিযোগ লেগেই আছে।
সম্প্রতি ডাক্তারের ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলার কারনে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠনের পরিবর্তে কসাই খানা বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার ও অভিভাবকগন।
অভিযোগ মতে– রাজধানী মালিবাগে বসবাসরত মো;আরিফ ও জোবাইদা আলম জুথি দম্পত্তির একমাত্র কন্যা মারইয়াম জামান আরফিয়া (৮) গত ১ বছর পূর্বে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএমটি ও হিমোটোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনিরুল ইসলামের শ্বরণাপন্ন হোন।
তার পরামর্শ ক্রমে গত ১ বছর চলছিলো চিকিৎসা সেবা। গত ৩০ আগষ্ট আরফিয়া জ্বরে আক্রান্ত হলে ডা:মনিরুল ইসলামের স্বরনাপন্ন হলে তিনি চিকিৎসা সেবা দেন কিন্তুু শিশু আরফিয়া জ্বর না কমানোর কারনে তাকে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্পেশা লাইজড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
সে মোতাবেক আরফিয়া কে হাসপাতালে নেওয়া হলে সাথে সাথে পিআইসিইউ তে ভর্তি করা হয়।
ডাক্তার মনিরুল ইসলামের নির্দ্দেশে পিআইইউসিতে ডাক্তার ইসরাত জাহান লাকী প্রথমে আরফিয়া কে ম্যালেরিয়া ইন্জেকশন পুশ করে।
তাতেও জ্বর না কমায় টাইফয়েড,এরপর ডেঙ্গুর ইন্জেকশন পুশ করেন। কোন ধরনের পরীক্ষা নিরিক্ষা ছাড়াই রোগ নির্নয় না করে একের পর এক এন্টিবায়েটিকও ওভার ডোজ ইন্জেকশন পুশ করায় ১০ তারিখ আরফিয়া মৃত্যুবরন করেন।
আরফিয়া বাবা মা অভিযোগ করে বলেন হাসপাতালের পিআইসিইউ তে ভর্তির পর থেকে মৃত্যু পযর্ন্ত আরফিয়ার কাছে তাদের বাবা মা কে যেতে দেওয়া হয়নি। গত ২ দিনের চিকিৎসায় প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকার একটি বিল ধরিয়ে দেয় হাসপাতাল কতৃর্পক্ষ।
এ ঘটনায় আরফিয়ার বাবা মা তাদের একমাত্র কন্যার মৃত্যুর জন্য ডা:মনিরুল ইসলামের ভুল চিকিৎসা ও দ্বায়িত্বে অবহেলাকে দায়ী করে আরফিয়ার মা জোবাইদা আলম জুতির ফেইজবুক ওয়ালে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এ ব্যপারে অভিযুক্ত চিকিৎসক ডা:মনিরুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের জন্য একাধীকবার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মতামত জানা যায়নি।