নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের ন্যায্য অধিকার বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারের লক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ ৯ সেপ্টেম্বর সংগঠনটির ঢাকাস্থ অফিস থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন।
সংগঠনটি বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার বিষয়ক সম্পাদকীয় একটি পদ তৈরী করে আনুষ্ঠানিক ভাবে আন্দোলন ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। এসময়ে তিনি বাকেরগঞ্জের দল-মত-পথের উর্ধ্বে উঠে সকলকে,
যার যার অবস্থান থেকে ন্যায্য অধিকার আদায়ের লক্ষে সকলকে এক সাথে হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।
এসময়ে গর্বের বাকেরগঞ্জের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।