March 18, 2025, 8:59 pm
শিরোনামঃ
ফিরে দেখো ২০০১- ২০০৬ সালে বিএনপি জামাতের শাসনামল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ শ্রীকৃষ্ণের শিক্ষা আমার পথ দেখিয়েছে: তুলসী গ্যাবার্ড ৩৮ লক্ষাধিক ৭৭,১০০ ভারতীয় রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা, ছাত্রদলের প্রতিবাদ বিমানবন্দরে গ্রেফতার লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া প্রধান ফখরুদ্দিন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি ও অনিয়মের  অভিযোগ হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাঘায় পুলিশের অভিযানে গাঁজার তাজা গাছ সহ আটক-১

Reporter Name

জেলা প্রতিনিধি – রাজশাহীর বাঘায় গাঁজার তাজা গাছ সহ রতন আলী নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

আমি এসআই (নিঃ)/মোঃ কামরুজ্জামান,নিরঞ্জ পুলিশ পরিদর্শক মুহূর আব্দুল করিম স্যারের নেতৃ ত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ মোঃ হারুনুর রশিদ,এস আই (নিঃ)/মোঃ মেহেদী হাসান-১. এসআই (নিঃ)/শাহরিয়ার নাসিম,এএসআই (নিঃ)/আতাউর রহমা ন,এএসআই (নিঃ)/মোঃ আব্দুর এএসআই(নিঃ)/মোঃ আব্দুল মালেক- ২ সঙ্গীয় কিলো-৮ মাইট অফিসার এসআই (নিঃ)/মোঃ তরিকুল ইসলাম,কা/ ৬৮১ মোঃ মাহফুজুর রহমান,

কং/৯০৩ মোঃ আব্দুল্লাহ আল মামুন,ড্রাই কং/ ৪৪২ মোঃ রোমান হোসেন সকলেই রাখা থানা,রাজশাহী এবং ধৃত আসামী ১। মোঃ রতন আলী (৩৯),মোঃ আলী,সাং- চন্ডিপুর, থানা-বাঘা,জেলা-রাজশাহী এবং জব্দকৃত আলামত ১। ০১ (এক) টি কাঁচা গাঁজার গাছ,ডাল পাতাসহ যাহার ওজন ২৫ কেজি মূল্য অনুমান (২৫৪০০০)=১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং জব্দ তালিকাসহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে,বাঘা থানার

জিডি নং-২৮১,তারিখ-০৬/০২/২০২৩ ইং মূলে বাঘা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধা র অভিযান পরিচালনা করাকালে একই তারিখ ২৩: ১৫ ঘটিকার সময় বাঘা থানাধীন চন্ডিপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে,বাঘা থানাধীন চন্ডিপুর গ্রামস্থ মোঃ রতন আলী,পিতা- মোঃ আশরাফ আলী এর বসত বাড়ীর আঙ্গীনার পূর্ব কোনায় ০১ টি কাঁচা গাঁজার গাছ আছে।

উক্ত সংবাদ অফিসার ইনচার্জ বাঘা থানা সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমি সঙ্গী য় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ২৩:২০ ঘটি কার সময় রওনা করিয়া বাঘা থানাধীন চন্ডিপুর গ্রামস্থ মোঃ রতন আলী, পিতা- মোঃ আশরাফ আলী এর বসত বাড়ীর আঙ্গীনায় ২৩:৩০ ঘটিকার সময় সাক্ষী ১। মোঃ জাবেদ (৩৫), মোবাঃ ০১৭৬৩- ১০২৭৭৭, পিতা- মোঃ আমজাদ হোসেন, ২। মোঃ

হাফেজ উদ্দিন প্রামানিক (৪০),মোবাঃ ০১৭৭৪-৭ ১৮২৫৪, পিতা- মৃত ময়েন উদ্দিন প্রামানিক,উভয় সাং- চন্ডিপুর,থানা- বাঘা,জেলা- রাজশাহীদ্বয়কে নিয়ে উক্ত বসত বাড়ীর আঙ্গীনায় উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার,ফো র্সের সহায়তায় উপরোক্ত আসামীকে আটক করি।

সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে পালানোর বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহার বসত বাড়ীর আঙ্গীনার পূর্ব কোনায় ০১ টি কাঁচা গাঁজার গাছ চাষাবাদ করিয়াছে মর্মে স্বীকার করে এবং তার উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর দেখানো মতে তাহার বসত বাড়ীর আঙ্গীনার পূর্ব কোনায় ১। ০১ (এক) টি কাঁচা গাঁজার গাছ, ডাল পাতাসহ যাহার ওজন ২৫ কেজি মূল্য অনুমান (২৫x৪০০০) = ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উপস্থিত সাক্ষীদের সামনে ০১ টি কাঁচা গাঁজার গাছ কর্তন করিয়া আমাদের নিকট থাকা ওজন মাপা যন্ত্রের দ্বারা পরিমাপ করিলে ডাল ও পাতাসহ গাছের ওজন ২৫ কেজি হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ইং-০৬/০২/২০২৩ তারিখ ২৩:৫০ ঘটিকার সময় জব্দতালিকা প্রস্তুত করিয়া জন্দতালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করি এবং প্রস্তুতকারী হিসাবে আমি নিজেও স্বাক্ষর করি।

জব্দকৃত আলামত ০১ টি কাঁচা গাঁজার গাছ এর মধ্যে হইতে ১০ গ্রাম ডালপাতাসহ কাঁচা গাঁজা রাসায়নিক পরীক্ষার জন্য এবং একই ভাবে ১০ গ্রাম ডালপাতাসহ কাঁচা গাঁজা বিচারকার্যের জন্য পৃথক পৃথক খামে ভরিয়া খামের উপরে উপস্থিত সাক্ষীদে র স্বাক্ষর গ্রহণ করি ও আমি নিজেও স্বাক্ষর করি এবং অবশিষ্ট ২৪ কেজি ৯৮০ গ্রাম ডাল ও পাতাসহ কাঁচা গাঁজার গাছ আলাদা ভাবে সংরক্ষন করি।

জব্দকৃত আলামত ও ধৃত আসামীকে নিজ হেফাজ তে গ্রহন করি । ধৃত আসামী অবৈধ মাদকদ্রব্য গাঁজা র গাছ চাষাবাদ করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৮(ক) ধারার অপরাধ করিয়াছে। ধৃত আসামী সহ আরো মাদক দ্রব্য উদ্ধার অভিযান শেষে থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।আসামী কে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে



Our Like Page
Developed by: BD IT HOST