মোঃ মাসুদ আলম (সাগর)
উপ-পুলিশ কমিশনার (উত্তর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোখলেছুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা র (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব পঙ্কজ দ ত্ত ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলা য়েত হোসেনের তত্বাবধানে,অফিসার ইনচার্জ জনাব সন্জয় কুমার সিনহার নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার এসআই/খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স সহ গত ৩১ডিসেম্বর২০২৩ ইং তারিখ ২২.৩০ ঘটিকার সময়।
বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ গলির মুখে হানি ফ এর চা দোকানের সামনে রাস্তার উপর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে নিরাপত্তা চেকপোস্ট ডিউটিকরাকালে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চেকপোস্ট অতিক্রম করার সময় থামানোর জন্য সিগন্যাল দেয়।তখন ব্যাটা রি চালিত অটোরিক্সা চালক তাহার চালিত অটোরিক্সা টি থামাইলে অটোরিক্সার পিছনের সিটে বসে থাকা দুইজন ব্যক্তি কৌশলে পালানোর সময় বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করেন।
আটককৃত ব্যক্তি ১। ইউসুফ আহম্মেদ (৩৫) এর হেফা জত হইতে ০১ (এক)টি সিনথেটিক কাপড়ের ব্যাগের ভিতর ১টি কাগজের বক্সের ভিতর ২৫টি লাইভ শর্টগা নের কার্তুজ উদ্ধার করেন এবং অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম প্রঃ রানা (৪১) এর হেফাজত হইতে ১ (এক)টি SUMSUNG Galaxy A21s মোবাইল ফোন,অভি যুক্ত ইউসুফ আহম্মেদ (৩৫) এর হেফাজত হইতে ০১ (এক) টি TECNO SPARK মোবাইল ফোন উদ্ধার পূর্বক ৩১/১২/২০২৩ইং তারিখ ২২.৫০ ঘটিকার সময় জব্দ করেন।
অভিযুক্তদ্বয় The Arms Act 1878 এর ১৪ ধারার বিধান লংঘন করিয়া লাইসেন্স ব্যতীত সম্পূর্ণ অবৈধভা বে কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ২৫(পঁচিশ) রাউ ন্ড লাইভ/তাজা শর্টগনের কার্তুজ (গোলাবারুদ বাAm muniton) সম্পূর্ণ স্বজ্ঞানে নিজেদের হেফাজতে ও নিয়ন্ত্রণে রাখিয়া ধৃত অভিযুক্তদ্বয় The Arms Act 1878 এর 19(f) ধারার অপরাধ সংঘটন করিয়াছে।অভিযুক্তদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২, তাং-০১/০১/২০২৪, ধারা- The Arms Act 1878 এর 19(f) রুজু করা হইয়াছে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ঠিকানাইউসুফ আহ ম্মেদ (৩৫),পিতা-মৃত নূর মোহাম্মদ,মাতা-জয়নাব বি বি,সাং-রৌফাবাদ,মাজার গলি,নূর মোহাম্মদ এর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী,জেলা-চট্টগ্রাম,মোঃ নুরুল ইসলাম প্রঃ রানা (৪১),পিতা-মৃত নুর হোসেন, মাতা-নুর বেগম,সাং-রৌফাবাদ,শাহ আমানত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর পাশে খাল পাড়,ইয়াসিন সাহেব এর বাড়ী,থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব সন্জয় কুমার সিনহার,
জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদকে জানানযে এই ধরনের অভিযান সব সময় চলমান থাকবে।