July 27, 2024, 7:09 am
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বায়েজিদ বোস্তামী থানার চৌকস পুলিশের অভিযানে ২৫ রাউন্ড লাইভ তাজা লেডবল কার্তুজ সহ ২ জন গ্রেফতার

Reporter Name

মোঃ মাসুদ আলম (সাগর)

উপ-পুলিশ কমিশনার (উত্তর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোখলেছুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা র (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব পঙ্কজ দ ত্ত ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলা য়েত হোসেনের তত্বাবধানে,অফিসার ইনচার্জ জনাব সন্জয় কুমার সিনহার নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার এসআই/খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স সহ গত ৩১ডিসেম্বর২০২৩ ইং তারিখ ২২.৩০ ঘটিকার সময়।

বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ গলির মুখে হানি ফ এর চা দোকানের সামনে রাস্তার উপর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে নিরাপত্তা চেকপোস্ট ডিউটিকরাকালে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চেকপোস্ট অতিক্রম করার সময় থামানোর জন্য সিগন্যাল দেয়।তখন ব্যাটা রি চালিত অটোরিক্সা চালক তাহার চালিত অটোরিক্সা টি থামাইলে অটোরিক্সার পিছনের সিটে বসে থাকা দুইজন ব্যক্তি কৌশলে পালানোর সময় বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করেন।

আটককৃত ব্যক্তি ১। ইউসুফ আহম্মেদ (৩৫) এর হেফা জত হইতে ০১ (এক)টি সিনথেটিক কাপড়ের ব্যাগের ভিতর ১টি কাগজের বক্সের ভিতর ২৫টি লাইভ শর্টগা নের কার্তুজ উদ্ধার করেন এবং অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম প্রঃ রানা (৪১) এর হেফাজত হইতে ১ (এক)টি SUMSUNG Galaxy A21s মোবাইল ফোন,অভি যুক্ত ইউসুফ আহম্মেদ (৩৫) এর হেফাজত হইতে ০১ (এক) টি TECNO SPARK মোবাইল ফোন উদ্ধার পূর্বক ৩১/১২/২০২৩ইং তারিখ ২২.৫০ ঘটিকার সময় জব্দ করেন।

অভিযুক্তদ্বয় The Arms Act 1878 এর ১৪ ধারার বিধান লংঘন করিয়া লাইসেন্স ব্যতীত সম্পূর্ণ অবৈধভা বে কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ২৫(পঁচিশ) রাউ ন্ড লাইভ/তাজা শর্টগনের কার্তুজ (গোলাবারুদ বাAm muniton) সম্পূর্ণ স্বজ্ঞানে নিজেদের হেফাজতে ও নিয়ন্ত্রণে রাখিয়া ধৃত অভিযুক্তদ্বয় The Arms Act 1878 এর 19(f) ধারার অপরাধ সংঘটন করিয়াছে।অভিযুক্তদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২, তাং-০১/০১/২০২৪, ধারা- The Arms Act 1878 এর 19(f) রুজু করা হইয়াছে।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ঠিকানাইউসুফ আহ ম্মেদ (৩৫),পিতা-মৃত নূর মোহাম্মদ,মাতা-জয়নাব বি বি,সাং-রৌফাবাদ,মাজার গলি,নূর মোহাম্মদ এর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী,জেলা-চট্টগ্রাম,মোঃ নুরুল ইসলাম প্রঃ রানা (৪১),পিতা-মৃত নুর হোসেন, মাতা-নুর বেগম,সাং-রৌফাবাদ,শাহ আমানত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর পাশে খাল পাড়,ইয়াসিন সাহেব এর বাড়ী,থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব সন্জয় কুমার সিনহার,
জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদকে জানানযে এই ধরনের অভিযান সব সময় চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page