প্রথম বাংলা – প্রায় ( ৫০) পঞ্চাশেরর অধিক বালুর ট্রাক প্রতিদিন একাদিকবার বালু নিয়ে আসা যাওয়া করছে প্রশাসনের সামনে দিয়ে।একদিকে বালু’র ট্রাক ত্রিপল দিয়ে ঢাকা নেই, অন্যদিকে ট্রাকের নেই কোন নাম্বারপ্লেট,নাম্বারবিহীন ট্রাক কি করে চলছে সে বিষয়ে সাধারন ট্রাক মালিকগন অভিযোগের তীর ছুরে দিলেন প্রশাসনের দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাক মালিক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এতে পথচারীদের চোখে মুখে বালু পড়ে চোখের নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।সাধারন ট্রাক মালিকগন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।