October 13, 2024, 1:26 pm
শিরোনামঃ
মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮ মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ এলপি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন উপদেষ্টা রমনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন স্বপন ভদ্র প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ যেই চোরকে ছেড়ে দিয়েছিলেন, সেই এসে বুকে মারল ছুরি রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা; গ্রেফতার ৫
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে নিখোঁজ প্রবাসী সন্তানের অপক্ষোয় বৃদ্ধা মা পিয়ারা বেগম

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
তুরষ্ক প্রবাসী নিখোঁজ সন্তান রুবেল মাহামুদ সোহা গের (২৫) সন্ধানে অঝোরে কাঁদছেন বৃদ্ধ মা মোসা: পিয়ারা বেগম। উপজেলার বেতাগী সদর ইউনিয় নের ঝোপখালী গ্রামের মৃত: আব্দুল লতিফ আক নের সন্তান হারানোর দুশ্চিন্তায় মায়ের কান্নায় প্রতি বেশিরাও কাঁদছেন।খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১০ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে রুবেল মাহামুদ দুবাই পাড়ি জমায় এর ২৫-২৬ দিন পরে ওমান যায়। ওমান থেকে গত ২০১২ সালে রুবেল মাহামুদ সোহাগ তুরষ্ক পৌছে সেখান থেকে নিখোঁজ হয়।

কিন্ত অধ্যাবধি রুবেল মাহামুদের কোনো সন্ধান না মেলায় তার পরিবার আজও চরম হতাশায় ভুগছে।নিখোঁজ সন্তানের বৃদ্ধা মা পিয়ারা বেগম জানান, তাঁর ছোট ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোঃ মামুন কবীর আকন্দের সাথে মোবাইল নম্বরে রুবেল মাহামুদের শেষ কথা হয়। তখন রুবেল তাঁকে বলেন যে, সে গ্রীসে যাবে। এর পরে আজ প্রায় ১০ বছর অবধি হারানোর ছেলের কোন সন্ধান পাননি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি খোলা রয়েছে। ঘটনার প্রথম দিকে ফোন দিলে অন্য লোকে রিসিভ করে কথা বলতো।

বৃদ্ধা মা পিয়ারা বেগম আরও জানান, জার্মান প্রবাসী কুমিল্লা জেলার লাঙ্গল কোর্ট উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো: সোয়াব মিয়ার ছেলে আবু তাহের তাঁর ছেলেকে বিদেশে নেয়। কিন্ত যাওয়ার পর ছেলের খোঁজ না পেয়ে দালালের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে সে জানায়, তুরষ্ক থাকা অবস্থায় রুবেল মাহামুদ সোহাগের পায়ে পুলিশের গুলি লাগে। এক পর্যায় দালাল ফোন দিয়ে তাঁকে বলে যে ছেলে আটক রয়েছে। তাকে মুক্ত করতে এখন অনেক টাকার প্রয়োজন। তাই নানা অজুহাতে তাঁর কাছ থেকে ৫ লক্ষ ও সিঙ্গাপুর প্রবাসী ছোট ছেলের কাছ থেকে ১৩ লক্ষ টাকা বিভিন্ন সময় মোট ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

টাকা নেওয়ার পর ছেলেকে ফিরিয়ে দেওয়াতো দুরের কথা বরং এর পর আর সে অন্য কোন তথ্য দিতে চায় না, একেক সময় একেক কথা বলে। মোবাইলে একধিক বার ফোন করলেও ফোন ধরেনি এবং অদ্যাবধি তাঁর সন্ধান দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি কিংবা অদ্যবধি দালাল কোন সন্ধান দিতে পারেনি বরং দিনের পর দিন খুঁজে দেওয়ার নামে কাল ক্ষেপন করে আসছে। দালালের এ চরম উদাসিনতার কারণে নিখোঁজ রুবেল মাহামুদের পরিবার চরম উৎকন্ঠায় ভুগছে। এর সঙ্গে দালাল জড়িত বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সিঙ্গাপুরে কর্মরত নিখোঁজ রুবেল মাহামুদ

সোহাগের ছোট ভাই মো: মামুন কবীর আকন্দও এ বিষয়টি নিশ্চিত করেন।নিখোঁজ রুবেল মাহামুদ সোহাগের বৃদ্ধা মা সন্ধান ও ছেলেকে এক নজর দেখার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষার প্রহর গুনছেন আর রাত-দিন অঝোরে কাঁদছেন কখন ফিরে আসবে আদরের বড় সন্তান। এ প্রতিবেদককে পিয়ারা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কবে নাগাদ তাঁর প্রবাসী বড় সন্তান দেশে আসবে কিংবা তাঁর জীবদ্দশায় দেখা ভাগ্যে জুটবে কিনা কারও কাছে তাঁর কোনো সঠিক উত্তর খুজেঁ পাচ্ছেন না।

তিনি তাঁর হারানো ছেলের সন্ধানের জন্য প্রধান মন্ত্রী,পরাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যান মন্ত্রীসহ সংশ্লিষ্টদের নিকট দ্রæত কার্যকরী উদ্যোগ নেয়ার আকূতি জানি য়েছেন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পান তাহলে এই ঠিকানায যোগাযোগ করতে পারেন: পিয়ারা বেগম, স্বামী: মৃত: আব্দুল লতিফ আকন, গ্রাম ও পোষ্ট: ঝোপখালী, ওয়ার্ড নং-০৬, বেতাগী সদর ইউনিয়ন, উপজেলা: বেতাগী, জেলা: বরগুনা। -মুঠোফোন: ০১৭১৮১৩২৬৩২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page