মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ
যশোরের বেনাপোল থেকে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্বাস আলী বাবু (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।সোমবার (১ মে) সন্ধ্যায় বেনাপোল হাইওয়ে রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আব্বাস, পিতা- ইলিয়াস কাঞ্চন, সাং- নামাজ গ্রাম পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোর।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন রয়েল এর নব-নির্মিত তিনতলা বিল্ডিং এর সামনে ফাঁকা জায়গা হতে চিহ্নিত মাদক কারবারি আব্বাসকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৪৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার জানান,
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৭১