প্রথম বাংলা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে শিল্প ও কুটির শিল্প মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায় এতে তারা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান,হামলাকারীরা অতর্কিত তাদের ওপর চড়া ও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ভোল পাল্টে ছাত্রদলে ভিড়ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দারাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
সুত্র, daily campus