বিল্লাল হোসেন – ময়মনসিংহের ভালুকা উপজেলা র ভরাডোবা চেল্লার আগারের কালা মিয়ার বাড়ি থেকে অপাপ্ত কিশোর কিশোরীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। গত শনিবার রাতে পুলিশ উভয় পরিবারেকে খবর দিয়ে থানায় এনে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এ সময় পুলিশ দুই পরিবারের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।
জানা যায়, গত শনিবার ত্রিশাল উপজেলার মাগুর ঝোড়া গ্রামের হাসিদুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণী র ছাত্রী (১৪)কে একই গ্রামের আফতাব উদ্দিনের বখাটে ছেলে আনারুল ইসলাম ওই মেয়েকে ফুসলি য়ে ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামে নিয়ে আসে।
ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হলে সেখান থেকে মেয়েটিকে নিয়ে ওই ছেলে ভরাডোবা গ্রামের চেল্লার আগারে কালা মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা মডেল থানার এস আই রুবেল হোসেন অভিযান চালিয়ে কালা মিয়ার বাড়ি থেকে ওই কিশোর কিশোরীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উভয় পরিবারকে খবর দিয়ে থানায় এনে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা রেখে ছেলে ও মেয়েকে উভয় পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
মেয়ের মা রোজিনা আক্তার জানান, তাদের কাছ থেকে ওসি ২০ হাজার টাকা নিয়ে তার মেয়েকে ছেড়ে দেয়।