আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাংগাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা ইউ নিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজি টাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬ টি ল্যাপটপের মধ্যে ১২টি ল্যাপটপ উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬ টি ল্যাপটপ এর মধ্যে টাংগাইল জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় জেলা ডিবির একটি চৌকস দল কর্তৃক ১২ টি ল্যাপ টপ উদ্ধার করা হয়েছে।
এই চুরির ঘটনার প্রধান আসামি ভুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো:রেজাউল করিম(২১)সহ ঘটনার সাথে জড়িত মোট ৭জনকে গ্রেফতার করে সোমবা র(৬মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলি শ। গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান ও মোক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।অবশিষ্ট ল্যাপটপ উদ্ধার অভিযান অব্যাহত আছে।
এই চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে গত ২৬/১২/২২ তারিখ মধুপুর থানায় অজ্ঞাত নামা দের বিরুদ্ধে এজাহার দায়ের করলে,অফিসার ইনচা র্জ মধুপুর থানার মামলা নং ১৬ তারিখ ২৬/১২/২০ ২২ ধারা -৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করেন।পর বর্তীতে পুলিশ সুপার এর নির্দেশে মামলার তদন্তভার ,টাংগাইল জেলা ডিবি( উ:) এর এস আই মো. মনির হোসেন এর উপর ন্যস্ত করা হয়।