কবিতার নাম:সহযোদ্ধা
লিখিকা:সাবিনা আফরিন
পাঠক: এমডি ইলিয়াছ
একার পক্ষে লড়াই করে বিজয়ী মুকুটপরা অকল্পনীয়-
জীবন যুদ্ধে নাইবা পেলাম সহযোদ্ধা,
একাই হয়তো জীবন যুদ্ধের পতাকা নিয়ে—
ধীরপায়ে এগিয়ে যাচ্ছি।
মনের শক্তি তে ঢাল তলোয়ার ছাড়াই
তীব্র মনোবলে এগিয়ে যেতে চাই।
হিংস্র প্রানীর মত মৃত্যুকূপে ফেলে দিবে।
সহযোদ্ধা হয়েও যে করবে রাজাকারের কাছে প্রেরণ
তাকে কি জীবনে আছে প্রয়োজন?