January 20, 2025, 1:58 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মনের শক্তি তে ঢাল তলোয়ার ছাড়াই তীব্র মনোবলে এগিয়ে যেতে চাই

Reporter Name

কবিতার নাম:সহযোদ্ধা

লিখিকা:সাবিনা আফরিন
পাঠক: এমডি ইলিয়াছ

  • সব যুদ্ধেই সহযোদ্ধার প্রয়োজন-
    হোক সেটা বিশ্ব যুদ্ধ,
    রাষ্টীয় যুদ্ধ গৃহযুদ্ধ কিংবা জীবন যুদ্ধ।

একার পক্ষে লড়াই করে বিজয়ী মুকুটপরা অকল্পনীয়-
জীবন যুদ্ধে নাইবা পেলাম সহযোদ্ধা,
একাই হয়তো জীবন যুদ্ধের পতাকা নিয়ে—
ধীরপায়ে এগিয়ে যাচ্ছি।

  • তাই বলে কি থেমে যাবে?
    জীবন যুদ্ধ — না

মনের শক্তি তে ঢাল তলোয়ার ছাড়াই
তীব্র মনোবলে এগিয়ে যেতে চাই।

  • রাজাকারের মত সহযোদ্ধার আছে কি প্রয়োজন?
    পাশে থেকে হাতে হাত-
    কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করবে বলে,

হিংস্র প্রানীর মত মৃত্যুকূপে ফেলে দিবে।

  • একার পক্ষে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না-
    শতভাগ জেনেও আমি চুপ।

সহযোদ্ধা হয়েও যে করবে রাজাকারের কাছে প্রেরণ
তাকে কি জীবনে আছে প্রয়োজন?



Our Like Page
Developed by: BD IT HOST