প্রথম বাংলা – ময়মনসিংহে চায়না মোড়ে টোল প্লাজায় দুষ্কৃতিকারীদের আঘাতে আহত শ্রমিকদের আর্থিক সহায়তা, শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিলেন কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ।সোমবার (১৩ নভেম্বর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এর আগে, ময়মনসিংহে চায়না মোড় টোল প্লাজার নিকটে গত শনিবার সন্ধ্যা রাতে ট্রাক ড্রাইভারের সাথে মাইক্রোবাসের দুষ্কৃতিকারীদের হাতাহাতি শুরু হলে তিনটি মাইক্রোতে থাকা গাড়ির বহরে হৈচৈ শুনে স্থানীয় লোকজন ঘটনা দেখতে এবং ফিরাতে এগিয়ে আসলে মাইক্রতে থাকা সন্ত্রাসীরা ধরালো অস্ত্র ও রড দিয়ে এলোপাথারি আঘাত করে ঘটনাস্থলে ৫/৬ জন আহত হয়, রাকিব নামের একজন নিহত হয়।
এছাড়াও গুরুতর আহত অবস্থায় দুজন জখমী শহিদ ড্রাইভার, সাদেকদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।এঘটনায় মাজহারুল নামীয় একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে এঘটনায় কোতোয়ালি মডেল থানার হত্যা মামলা নং-২৮(১১)২০২৩ এর এজাহার নামীয় আসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।