ময়মনসিংহের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্র খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মূলহোতাসহ চার আসামীকে গাজীপুর এবং সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
প্রথম বাংলা – বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা,সন্ত্রাস,জঙ্গী,ছিনতাই,ডাকাতি ,জুয়া,অপহরণ,খুন,ধর্ষণ,অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়া সাম্প্র তিক সময়ে শিশু ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
গত ০১/০২/২০২৩ খ্রি তারিখ দুপুর অনুমান ০৩.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা ধীন চুরখাই সাকিনস্থ কুদ্দুস চেয়ারম্যানের বাড়ীর পাশে নিজ জমিতে ভিকটিম আবুল খায়ের হাল চাষ করছিল। এমন সময় আসামী কামাল হোসেনের সাথে জমির মাপযোপ করা নিয়ে তার কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল হোসেন অন্যান্য আসামীদের ডেকে আনে।
আসামীরা সবাই ধারালো দা,চাকু,বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে দৌড়িয়ে আসে এবং একত্র হয়ে ভিকটিম আবুল খায়েরকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। ভিকটিমের হাক-চিৎকারে তার ছোট ছেলে ফরহাদসহ অন্যান্য ছেলেরা এবং ভিকটিমের ভাই ও ভাইয়ের ছেলে তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে আসামীরা সবাইকেই এলোপাথারিভাবে মারতে থাকে এবং গুরুতর রক্তাক্ত জখম করে।
এমতাবস্থায়, স্থানীয় লোকজনের সহায়তায় ভিক টিমসহ অন্যান্য জখমীদেরকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আবুল খায়ের (৬০) ও তার ছোট ছেলে ফরহাদ হোসেন (২০) ‘দ্বয়কে মৃত বলে ঘোষণা করে। এছাড়া এই ঘটনায় আবুল খায়েরের আরেক ছেলে রিফাত হোসেনসহ আরো ০২ জন গুরুতর জখমী হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এরই ধারাবাহিকতায়, চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষি তে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ০২/০২ /২০ ২৩ ইং তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় ও বিকা ল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় যথাক্রমে আসামী ১। মোঃ কামাল হোসেন (৫২),পিতা- মৃত আব্দুল আজিজ,সাং: চুরখাই,থানা- কোতোয়ালী,২। মোসাঃ জাহানারা (৪০),স্বামীঃ কামাল উদ্দিন,সাং- চুরখাই,
থানা- কোতোয়ালি’দ্বয়কে ঢাকা জেলার সাভার থানা ধীন বাইপাইল থেকে এবং আসামী ৩। মোঃ নাঈম (১৯),পিতা- নবী হোসেন,সাং- চানপুর,থানা- ফুলপুর ও ১ নং আসামী কামালের ১৫ বছর বয়সী ছেলেকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন টিএন্ডটি মোড় এলাকা থেকে গ্রেফতার করে। এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানায় ভিক টিমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসা বাদে বর্ণিত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র্যা বের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।