February 16, 2025, 2:59 am
শিরোনামঃ
আবুল হাসেম রতনের মানহানি করার চেষ্টা তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের পুলিশের অভিযানে ছাত্রলীগ – যুবলীগ নেতা সহ গ্রেফতার ৭

Reporter Name

প্রথম বাংলা – গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) খায়রুল ইসলাম, সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মোকছেদুল মোমিন শুভ (২৬), পিতা- আইয়ুব আলী, মাতা- মোমেনা বেগম, সাং-মাসকান্দা গংসার মোড় গোরস্থান, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রাশেদ (২৬) (সিটি ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি), পিতা- মৃত লাল মিয়া, মাতা- মোছাঃ রাশিদা বেগম, সাং- আকুয়া দরবার শরীফ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ বাছির উদ্দিন ভূইয়া (২৫), (সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক),পিতা-মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া,মাতা-পারুল,সাং-আকুয়া মোড়ল পাড়া,হাবুন বেপারীর মোড়,২। মোঃ রবিন খান (২৫) (যুবলীগের সদস্য),পিতা- মৃত রফিকুল ইসলাম,মাতা- রো কেয়া বেগম,সাং- মালগুদাম,উভয় থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ)মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভি যান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আবুল কালাম আজাদ (৫৪),পিতা-মৃত জালাল উদ্দিন,মাতা-মৃত ইন্দুন নেছা,সাং-খাগডহর ঘুন্টি,২। মোঃ আশরাফুল ইসলাম আশিক (২০),পিতা-মোঃ আঃ রহমান,মাতা-লুৎফরনাহার,সাং-খাগডহর পূর্বপাড়া,থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহ কে কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এএসআই মাহমুদুল হাসান জামান, হোসেন আলী, মাসুম রানা, ফরহাদ উদ্দিন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করেন।অপর এক অভিযানে পরোয়ানাভূক্ত আসামী”

আরাফাত হোসেন, পিতা- মোঃ আফতাব উদ্দিন,সাং- সানাদিয়া, পো: অম্বিকাগঞ্জ বাজার,থানা- কোতোয়ালী,জেলা- ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।



Our Like Page
Developed by: BD IT HOST