প্রথম বাংলা – শনিবার ময়মনসিংহের ভালুকাউপজেলা র শিল্লএলাকা হবিরবাড়ী ইউনিয়নের জনবহুল সিডষ্টো র বাজারে শ্রমিক নেতা বাজার কমিটি ও অটো রিকশা ,সিএনজি চালকদের কে নিয়ে অফিসার ইনচার্জ ( ও সি) শাহ্ কামাল আকন্দ মত বিনিময় করেন।
তিনি বলেন অটো রিকশা ও সিএনজি থেকে কেউ চাঁদা দাবী করলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য।
তিনি চালকদের উদ্দেশ্যে নির্দেশনা দেন,ঢাকা ময়মন সিংহ মহাসড়কে অটো চলাচল করতে পারবেনা,যাএী দের নিকট থেকে কোন কিছু খাওয়া যাবেনা,নির্দিষ্ট স্হান ব্যতীত রির্জার্ভ ভাড়া যাওয়া যাবে না,যাএী গাড়ি তে থাকা অবস্হায় গাড়ী রেখে দুরে কোথাও যাওয়া যাবেনা,অপ্রাপ্ত বয়স্ক কোন ব্যক্তি অটো গাড়ী চালাতে পারবেনা,জাতীয় পরিচয় পত্র ছাড়া কোন ড্রাইভার নিয়োগ দেওয়া যাবেনা।