প্রথম বাংলা – ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে গত ২৪ ঘণ্টার কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
গ্রেফতাররা হলেন-ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবে ক সহ-সভাপতি সাইফুল আলম ফেরদৌস (৬০), গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেশমা আক্তার (৫০), সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া (৩৫),সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জ ল হোসেন (৩৮), সদর উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল আল রাসেল (৩৮), মো. আনোয়ার হোসেন (৩২) ও আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪০)।
এছাড়া বিভিন্ন মামলায় সাগর মিয়া (৩২), শাহাদাত হোসেন বাবু (৩২), মনিরুল কাইয়ুম হৃদয় (৩৩),বিপ্লব (৩০),নুরুল আমিন নুরু ওরফে লাল চাঁন (৩০),মো. রাজীব (২৯),রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ (২৯),সোহেল হাসান ওরফে ধইন্যা (৩১),সুজন (২৫),রুমান (৪২),সামাদুল মীর (৬৫),মো. ফরিদ আহমেদশুভ্র (৩২) ও মো. ফরহাদ হোসেন শান্ত (২৪) তারা সদরসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সফিকুল ইসলাম গণমাধ্যম কে বলেন,গ্রেফতাররা সদরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ময়মনসিংহে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে তোলা হলে বিচারক রাজিব আহম্মেদ তালুকদারের নির্দেশে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।