January 20, 2025, 12:38 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে পাউবো নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল এখনো ধরা ছোঁয়ার বাইরে

Reporter Name

প্রথম বাংলা – অভিযোগের স্তুপ ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) এর নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের।

২০২১ সনে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডে যোগদান করেন আখলাক উল জামিল । বাংলাদেশের সারা জনতা বর্তমানে এর চেয়ে ভাল
সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছিলেনঃ যতো পারো দুইহাতে কামিয়ে নিয়ে যাও কিন্তু শর্ত হলো আমাকে ক্ষমতায় রাখতে হবে। পরবর্তীতে শেখ হাসিনার এই কথা চাউর হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়।
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে তার সংশ্লিষ্টজনদের কাছ থেকেই অভিযোগে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল ছিলেন পুরো মাত্রায় আওয়ামিলীগের দোসর।

অভিযোগে জানা গেছে, পাউবোর ২০২৩- ২৪ অর্থ বছরের ময়মনসিংহ জেলার প্রায় সবকটি নদী খনন প্রকল্পে কাজ সেরেছেন শিয়াল ও কুমিরের বাচ্চার কিচ্ছার মতো। যেমনঃ বছরান্তে যে প্রকল্প বরাদ্দের টাকা আসে সেইটা অর্ধেক শেষ হতে না হতেই বছর শেষ হয়ে যায় কিন্তু কাজ আর শেষ হয়না। এর মধ্যে এসে পড়ে আগাম অর্থ বছরের টাকা। অভিযোগে জানা গেছে, আখলাক উল জামিল তখন মহা খুশী। কৌশলে অর্থ আত্নসাৎয়ে আখলাক উল জামিল হাতিয়ে নেন সরকারের কোটি কোটি। কোন ব্যক্তি কিংবা ঠিকাদার এর প্রতিবাদ করলে আখলাক উল জামিলের কিছুই হয়না কারণ কোন জবাবদিহিতাই তো নেই।

ময়মনসিংহের একটি সাংবাদিক টিম অনুসন্ধান করতে গিয়েছিলেন আগের অর্থ বছরে বরাদ্দের কাজের সন্ধানে। তারা গিয়েছিলেন ফুলবাড়িয়ার রঘুনাথবাজার এবং মুক্তাগাছার বানার নদী পরিদর্শনে কিন্তু সাংবাদিক টিম হতাশ হয়েছেন।

আশে পাশের লোকজন জানান নদীতে কি কাজ হয়েছে ? তারা জানান কোন কাজই তো হয়নাই। মাঝখান থেকে নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলকে ম্যানেজ করে আগাম টাকাই তুলে নেয়া হয়েছে। আর আখলাক উল জামিল তো ম্যানেজের জন্য প্রস্তুতই ছিলো। সুতরাং কোন কাজ প্রকল্পে হয়নি। জানা গেছে, এভাবেই ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের মতো সকল সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের একেকজন দেশটাকে ফোকলা বানিয়ে কোটি কোটি টাকা নির্ভিঘ্নে আত্নসাৎ করেছেন।

জানা গেছে, এতোকিছুর পরেও ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের অনিয়মের হ্যাডাম কমেনি।
এরপরও কি ময়মনসিংহ দূর্ণীতি দমন কমিশন দূদকের হস্তক্ষেপ কাম্য নয় — প্রশ্ন ময়মনসিংহ সচেতন জনতার।
সচেতন জনতা পাউবোর নির্বাহী প্রকৌশলী জামিলুর রহমানের বিভাগীয় তদন্ত কামনা করে তার বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST