প্রথম বাংলা – কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে আজ ১ লা মার্চ পুলিশ মেমো রিয়াল ডে-২০২৩ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম,ডিআইজি, বাংলাদেশ পুলিশ,ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, আবিদা সুলতানা বিপিএম পিপি এম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম-সেবা,পুলিশ সুপার ময়মনসিংহ জেলা ও অত্র জেলার কর্মকর্তাগণ। এ সময় কর্তব্য রত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।