প্রথম বাংলা – আগামী ১১ ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ আগমনকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা- কর্মী ও জনতার মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত দেখা গেছে। গোটা ময়মনসিংহ নগরীতে পোস্টার,ব্যানারে সুসজ্জিত গেইট,সর্বত্র সাজ সাজ রব।১১ মার্চ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জন সমাবেশ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ভাষণ দিবেন।চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের হাট বাজারে আলোচনায় সরব হয়ে উঠছে রাজ নীতির হালচাল। অন্যদিকে নগরীকে নানা ব্যানা র,প্যানা ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি শো ভা পাচ্ছে। দীর্ঘ ৫ বছর পর সার্কিট হাউস মাঠে জনসভায় অংশ নিয়ে ময়মনসিংহের উন্নয় নে কি প্রতিশ্রতি দেবে তা প্রত্যক্ষ করতে উন্মুখ হয়ে আছে সর্বস্তরের মানুষ।
ময়মনসিংহ বাসীর প্রাণের দাবির প্রেক্ষিতে আও য়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহসহ ৪ জেলা নিয়ে বিভাগ ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরস ভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত সিটি কর্পোরে শন পুনর্গঠনে নতুন এলাকাগুলোর উন্নয়নে ১৫ শ’ কোটি টাকা বরাদ্দ প্রদান করে। যা বর্তমানে প্রকল্প কাজ চলমান রয়েছে।
ইতিমধ্যে ময়মনসিংহ বাসীর পক্ষ থেকে দাবী জানানো হয়েছে,ময়মনসিংহে যানজট নিরসন ফ্লাইওভার রেললাইন,ঢাকা-ময়মনসিংহ ডুয়েল গেজ ডাবল রেললাইন,ময়মনসিংহ-ঢাকা ২টি আন্তঃনগর ট্রেন চালূ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং (মুয়েট) কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরন, ব্রহ্মপুত্র নদের উপর ২য়,৩য় ও ৪র্থ সেতু বা টানে ল নির্মান,আনন্দ মোহন কলেজকে বিশ্ববিদ্যাল য়ে উন্নীতকরন,ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে পূর্ব ঘোষিত ১০ লেনের রাস্তার কাজ দ্রুত শুরু করা, যানজট নিরসনে ময়মনসিংহ সিটির সব রোড প্রস্তত করন,ময়মনসিংহ বিভাগের অনান্য জেলা য় যাতায়ত সড়ক গুলো চার লেনে উন্নিতকরণ ,ময়মনসিংহ সিটির ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক করণ,কৃষি খাদ্যপণ্য মজুদ রাখার জন্য হিমাগার নির্মান,স্মার্ট সিটি কর্পোরেশন ও স্মার্ট বিভাগ গড়ে তুলে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করন,ইকো নমিক জোন নির্মান,আন্তর্জাতিক স্টেডিয়াম, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মান,ব্রহ্মপুত্র নদ খনন দ্রুত নিষ্পত্তি ও দখল মুক্ত করন,উত্তোলন কৃত বালু বিক্রি প্রক্রিয়া সচ্ছ উন্মুক্ত করা,মেডি কেল বিশ্ববিদ্যালয় নির্মাণ,সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা,মাদকাসক্ত হাসপাতাল নির্মান করা, আধুনিক স্মার্ট ও প্রযুক্তি নির্ভর বিভাগ ঘোষণা দেওয়ার দাবী করছে ময়মনসিংহবাসী।
ইতিমধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধা রণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে জনসভা সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।অপরদিকে গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম পি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুই সপ্তাহ ধরে ময়মনসিংহে অবস্থান করছেন।বিভিন্ন সংগঠনের প্রস্তুতি মুলক সভায় যোগদান করেছেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলা দেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা সম্পন্ন করেছেন।জেলা ও মহানগর আওয়া মীলীগের নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি জনসভায় স্মরণকালের জন সমা গম হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান মন্ত্রীর জনসভা কে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।আজ দুপু রে প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন করেছে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও র্যাব – ১৪ এর অধিনায়ক।