প্রথম বাংলা – ময়মনসিংহের ভাবখালী বাজার এলাকায় অভিযান চালিয়েছে র্যাব-১৪ ও যৌথবাহিনী। এ সময় নয় জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান (র্যাব-১৪) ও মেজর সজীব মাহমুদ জাকির (২১ ইবি)।
আটককৃতরা হলেন,মো. কায়কোবাদ হোসেন (৪৯),মো. রতন মন্ডল (৩২),মো. রুহুল আমীন (৫০),মো. মোজাম্মেল হোসেন (৫৫),মো মফিজ মিয়া (৪৮),মো. মরতুজা আলী (৩৫),অরুন খান (৪৫),মাসুদ করিম (৫৬),মো. মোজাম্মেল (৫৫)।
জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য ময়মনসিংহ কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।