স্টাফ রিপোর্টার –
ময়মনসিংহে চাঞ্চল্যকর আবদুর রাজ্জাক রাকিব হত্যার পাঁচদিন পর প্রধান আসামি মহানগর যুবলীগের বহিস্কৃত সদস্য ইয়াছিন আরাফাত শাওনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাঝে শাওনের বড় ভাই মামলার দুই নম্বর আসামী মাসুদ পারভেজসহ অন্য পাঁচজন রয়েছে। বৃহস্পতিবার সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদের ডিবি পুলিশ গ্রেফতার করে। শাওন ও তার ভাই পারভেজ ছাড়া গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামী আনিছুর রহমান ফারুক, তাদের সহযোগী মোঃ মানিক, মোঃ মবিন ও শান্ত।
অপরদিকে এ মামলার অন্যতম হোতা প্রান্ত ও রাহাতকে আটক করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। এ নিয়ে রাকিব হত্যাকান্ডে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জের চায়নামোড় টোলবক্স এলাকায় মাইক্রোবাসকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালককে অহেতুক মারধর করেন শাওন তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবক।
এ সময় আহত হন বাস চালক সাদেক আলী ও শহীদ মিয়া এ ঘটনায় রবিবার শাওনকে প্রধান আসামি করে আরো১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে মামলা করেন।
ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা মাজহারুল ইসলাম নামে আরো এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে প্রধান আসামি শাওনসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মনববনন্ধন ও বিক্ষোভ করে নিহত রাকিবের স্বজন ও এলাকাবাসী।