প্রথম বাংলা – ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একটি লাগেজের ভেতরে দেহ ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তবে এখন পর্যন্ত মরদেহ পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
রোববার সকালে সদর উপজেলার মনতলা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের সুতিয়া নদীর ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, সকালে ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা উদ্ধার ও লাগেজ খুলে ভেতরে শরীরের বাকি অংশ পায়।
পুলিশ জানায় , মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা স্হল পরিদর্শন করেছে পিবিআই ও সিআইডি।