প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন,জানান,জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক,জুয়া,চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় (ডিবি) পুলিশের এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গামারীতলা পশ্চিমপাড়া সাকিনস্থ সুভাষ এর বাড়ীর পাশে ধোবাউড়া হইতে কলসিন্দুর বাজার গামী রাস্তা হইতে ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকায় ২০ বোতল ভারতী য় মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজীব মিয়া (২৪),পিতা -মোঃ মজিবুর রহমান,মাতা-মোছাঃ হালিমা বেগম,সাং-উত্তর মাইজপাড়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (১৯), পিতা-
শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-উত্তর রাণীপুর এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ৩। ইসমাইল হোসেন (১৭),পিতা-শামসুল হক,মাতা-রোমেনা বেগম,সাং-উত্তর রাণীরপুর,৪। মোঃ সুমন মিয়া (১৭), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-জহুরা খাতুন, সাং-গোব রচনা,সর্ব থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফ তার করা হয়।গ্রেফতারকৃত ০৪ জনের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।