প্রথম বাংলা – ময়মনসিংহ অবৈধভাবে ডেজার বসিয়ে নগরীর কাঠগোলা জেল খানা বালুরঘাট নদীর পাড়ে বালু উত্তোলন চলছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, দিনে ও রাত্রে বালু উত্তোলন হয়।
বেড়িবাধ এখন ধ্বংসের মুখে। বালু উত্তোলন করছে ভূমি দস্যু তপন ও ময়নাগং। এলাকাবাসীর দাবী বালু উত্তোলন বন্ধ হোক। ময়মনসিংহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে চলছে দীর্ঘদিন ধরে।জানা যায়, জেল খানা বালুর ঘাট নদীর পারে চলছে অবৈধ বালু উত্তলনের ব্যবসা সিন্ডিকেট এর মাধ্যমে।যখন ঘোষিত ড্রেজার নিষিদ্ধ করা হয়েছে তখন ও ড্রেজার ময়না ও ড্রেজার তপন দিনে রাতে কিভাবে উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের এই অবৈধ বালু ব্যবসার খুটির জোর কোথায় এনিয়ে চলছে নানা মহলে আলোচনা-সমালোচনা।
বিসয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় এলাকাবাসী। লোকমুখে জানা যায় যে জামাত শিবির ও বিএনপির কতিথ এসব ক্ষমতাধর ব্যক্তিরা স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আতাত করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।