প্রথম বাংলা –ময়মনসিংহ ডিবি পুলিশের এসআইকমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচা লনা করে কোতোয়ালী মডেল থানাধীন কালিকাপুর সাকিনস্থ মোঃ সেলিম মিয়ার বাড়ী সংলগ্ন কালিকাপুর গ্রামের কাঁচারাস্তা হতে ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সকাল সাড়ে ৯ টায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৫০),পিতা মৃতঃ আমজাদ আলী,মা তা-আবেতননেছা,সাং- কালিকা পুর,থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎমাদ ক কারবারির সাথে ও চক্রের সাথে জড়িত অন্যান্যদে র সনাক্ত গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামীর বি রুদ্ধে ৩টি মাদক মামলা আছে।উদ্ধারকৃত ১কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।