November 13, 2025, 2:42 am
শিরোনামঃ
শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ফেইসবুকে পোস্ট দেখে অসহায়ের বাড়িতে খাদ্য সহায়তা পাঠালেন নেত্রকোনা জেলা প্রশাসক নরসিংদীর ‌শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম যমুনা অয়েলে অভিনব পদ্ধতিতে ডিজিএম হেলাল উদ্দিনের নেতৃত্বে জালানি তেল চুরি তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা : খাদ্য উপদেষ্টা শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রাম কাস্টম হাউসের”ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ ডিবি পুলিশের পৃথক ৪টি অভিযানে মাদক সহ গ্রেফতার-১০

Reporter Name

প্রথম বাংলা -ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন জব্বা রের মোড় হতে শম্ভুগঞ্জ গামী নির্মাণাধীন পাকা রাস্তায় রঘুরামপুর ঈদগাহ মাঠের গেইটের সামনে হতে ২১ এ প্রিল ২০২৪ ইং তারিখ ভোরে ২৫ গ্রাম হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ রায়িদ মীর (২৪),পিতা-মৃতঃ সালাউদ্দিন মীর,মাতা-মোছাঃ নিশাত,

সাং- রঘুরামপুর বকুলতলা,মোঃ আঃ মালেক (৩৮), পিতা-মৃতঃ জসিম উদ্দিন,মাতা-মালেকা খাতুন,সাং-রঘুরামপুর কুমারীকান্দা,মোঃ নয়ন (২৮),পিতা-মোঃ হেলাল,মাতা-মোছাঃ বেগম,সাং-রঘুরামপুর বকুলতলা, সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ মালেক (৩৮) এর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

অপর অভিযানে এসআইমাহফুজুর রহমান সংগীয়অফি সার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়া লী থানাধীন জেসি গুহ রোডস্থ জহির অটো পাটর্স এর দোকানের সামনে পাকারাস্তার উপর হতে ২০ এপ্রিল ২০২৪ ইং তারিখ রাত সোয়া ৯ টায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরে আলম (৩৯), পিতা মৃতঃ আঃ হামিদ,মাতা-মোছাঃ বকুলা খাতুন, সাং-মজলিশপুর,থানা-কেন্দুয়া,জেলা- নেত্রকোণা বর্তমান সাং-আকুয়া চুকাইতলা,থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে ।

পৃর্থক আরেক অভিযানে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকরে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের জয় বাংলা চ ত্ত্বর এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর হতে ২০ এ প্রিল ২০২৪ ইং তারিখ বিকেল সাড়ে ৫টায় ০৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মোঃ রবিন (২০),পিতা -মোঃ রফিজুল হোসেন,মাতা-আসমা বেগম,সাং-কৃষ্টপু র মদের ডিপু,থানা-কোতোয়ালী মডেল,জেলা ময়মন সিংহকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও এক অভিযানে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচাল না করে ফুলবাড়ীয়া থানাধীন শিবগঞ্জ বাজারে মুদি দো কানদার মোঃ ওমর ফারুক এর মুদির দোকানেরভেতর হতে ২১ এপ্রিল ২০২৪ ইং তারিখ রাত ০৩.৩৫ টায় টা কার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত টাকা ও তাসস হ জুয়ারি মোঃ ওমর ফারুক (৩৪),পিতা-মোঃ আবুল হোসেন,মাতা-মৃতঃ ফিরোজা বেগম,মোঃফজলুল হক (২৮),পিতা মোঃ মালেক মন্ডল,মাতা মোছাঃ রেজিয়া খাতুন উভয় সাং- বৈলাজান,মোঃ শফিকুল ইসলাম

(৩৮),পিতা মৃতঃ আমের আলী মন্ডল মাতাঃ মালেকা বেগম,মোঃ জয়নাল আবেদিন (৩৫),পিতা মৃতঃ নবী হোসেন মাতাঃ মোছাঃ বেগম,মোঃ মজিবুর রহমান (৩৪),পিতা মোঃ সলিমুদ্দিন মাতা মোছাঃ আমেনা খাতুন সর্ব সাং-মৌহতলা থানাঃ ফুলবাড়ীয়া জেলাঃ ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ২৫ গ্রাম হেরোইন, ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ,৪ বোতল বিদেশী মদ এবং তাস ও টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১০ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST