স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীর ২৫ নং ওয়ার্ডস্হ দিগারকান্দা ফজলের মোড় সংলগ্ন দরিদ্র আব্দুল হাই এর ৫ টি গাভীর মধ্যে ৪ টি গাভী ডাকাতি করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল। গেল শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল আব্দুল হাই এর বাসার সামনে সড়কে ট্রাক সহ অবস্থান নেয়।
পরে তারা বাড়ির প্রত্যাকটি কক্ষের দরজার বাহিরের দিকের ছিটকারী লাগিয়ে দেয়, যেন কেউ বের হতে না পারে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্র উঁচিয়ে গোয়াল ঘর থেকে গরুগুলো বের করে ট্রাকটিতে উঠায়। শেষমুহুর্তে পাশের বাড়ীর গৃহকত্রী বিষয়টি টের পেয়ে গরু ডাকাতদের লক্ষ্য করে ইট নিক্ষেপ শূরু করে।
এতে ডাকাতরা একটি গাভী ফেলে ৪টি নিয়েই ট্রাক চালিয়ে চম্পট দেয়।
জানা যায় গাভীগুলোর ১টি দুগ্ধবতী ও ২টি ছিল গর্ভবতী ।
গাভী লালন – পালন করেই আব্দুল হাই এর সংসার চলতো। এখন সে নিঃস্ব হয়ে হতভম্ব। পরিবারটির সকল সদস্যের কান্না থামছে না।
ভুক্তভোগী আব্দুল হাই এর পরিবার ও আশপাশের লোকজন এ তথ্য জানায়।