প্রথম বাংলা – ময়মনসিংহ রেঞ্জে আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।অভিন্ন মানদণ্ডে তিনি বরাবরের মত শ্রেষ্ঠত্বের দাবিদার হলেন। মঙ্গলবার ২১মার্চ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য তার কার্যালয়ে শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ রেঞ্জ ও জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, চুরখাই এলাকায় পিতাপুত্র ডাবল মার্ডার মামলায় জড়িতদের অল্প সময়ে গ্রেফতারসহ মামলার রহস্য উদঘাটন,কল্পা এলাকায় পুলিশ সদস্য খুন মামলার আসামী অল্প সময়ে গ্রেফতারসহ মাম লার রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার,আদাল তের পরোয়ানা ভুক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ কামাল আকন্দ দায়িত্বশীল ভুমিকা পালন করে আসছে।