স্টাফ রিপোর্টার = ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের ভালুকা উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী দের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় গত অর্থ বছরে সড়ক মেরামত ও সংস্কা রে বরাদ্দ কৃত অর্থে নাম মাত্র কাজ করে ৫ লক্ষা ধিক টাকা ভাগ ভাটোয়ারা করেছে উপ বিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীগণ।
অভিযোগে জানা যায় ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ও ভালুকা অংশ ভরাডোবা –
সাগর দীঘি – সখিপুর সড়কের বিভিন্ন অংশে কাগজে কলমে প্রাক্কলন তৈরী করে কাজ না করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এর নামে বিল তুলে বরাদ্দ কৃত অর্থ ভাগ ভাটোয়ারা করা হয়।
এছাড়াও ভরাডোবা – সখিপুর সড়কে একটি সেতু নির্মাণ কাজে হচ্ছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি।
যা পরবর্তী সংখ্যায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।