রাজধানী ঢাকা থেকে জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকায় গত ৩০ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত ‘ময়মনসিংহ সড়ক জোনে দুর্নীতি ও অনি য়ম’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে ছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ সড়ক জোন অফিসের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
এক বিবৃতিতে সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান,প্রকাশিত ওই সংবাদটি মিথ্যা,বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রীমহল ষড়যন্ত্রমূলক ভাবে আমার সুনাম ক্ষুন্ন করার হীন মানসি কতা নিয়ে পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদককে বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ইন্দন যুগিয়েছে। আমি এই হীন মানসিক তার ধিক্কার নিন্দা ও তীব্র প্রতিবাদ করছি। সেইসাথে প্রকাশিত নিউজে আমার বিরুদ্ধে যেসব মিথ্যা বানো য়াট ও কাল্পনিক অভিযোগ উত্থাপণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
ময়মনসিংহ সড়ক জোন এর অধিনে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগ,জামালপুর,শেরপুর, নেত্র কোনা সড়ক ও জনপদ বিভাগের যে সকল টেন্ডার অনুমোদন ও দরপত্র আহ্বান,ফাইনাল বিল পরিশো ধ করা হয়।এ ক্ষেত্রে ধাপে,ধাপে ঘোষ দিতে হয়। আর ঘুষের আদায় এর লাখ,লাখ টাকা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এর কাছে রেখে বিভিন্ন মহলে পৌঁছে দেয়।