প্রথম বাংলা – ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ডের উন্নয়ন কাজ দূত গতিতে এগিয়ে চলছে।ওয়ার্ডে র বিভিন্ন অলিগলির রাস্তা ও আরসিসি ড্রেন পাকা করন কাজ দূত গতিতে সম্পন্ন হচ্ছে।বেড়েছে নাগরিক সেবা। কাঁচা রাস্তা পাকা করন এর ফলে যোগাযোগ সহজ হচ্ছে।
ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুর দিকনির্দেশনায় কাউন্সিলর প্রকৌশলী মনোয়ার হোসেন বিপ্লব উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করছেন।
জানা যায় ২৫ নং ওয়ার্ডের দিগারকান্দা ফিশারী মোড় হাসু মিয়ার বাড়ী হতে ওয়ার্ড কার্যালয় পর্যন্ত রাস্তা ও ড্রেন পাকা করন কাজ সমাপ্ত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চানু মেম্বার সড়ক – ফকিরাকান্দা পর্যন্ত পাকা করনের কাজ চলছে।
ফজলের মোড় থেকে আবু মেম্বার এর বাড়ী হয়ে ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত রাস্তা ও ড্রেন পাকা করন এর কাজ সমাপ্ত করা হয়েছে।
ফজলের মোড় থেকে হসমত মিয়ার বাড়ী হয়ে সানু মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ সমাপ্ত হয়েছে। দিগারকান্দা পশ্চিম পাড়া মরহুম কামাল উদ্দিন এর বাড়ী থেকে ইমান আলীর বাড়ীর রাস্তা পাকা করন করা হয়েছে। নামাপাড়া স্কুল সংলগ্ন কাঁচা রাস্তা পাকাকরণ করা হয়েছে।
উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রকৌশল বিভাগ।
রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজ করার ফলে বিভিন্ন অংশের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে নাগরিক বৃন্দ।