January 20, 2025, 12:22 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ

Reporter Name

প্রথম বাংলা – ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় কাঙ্ক্ষিত এদেশের বিজয়। সারা দেশের ন্যায় ময়মনসিংহেও বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিসমূহের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহবিভা গীয় কমিশনার মো: মোখতার আহমেদ,ময়মনসিংহ রেঞ্জের ডি আইজি ড. মোঃ আশরাফুর রহমান,ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম,ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুমনা আল মজীদ, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা নসহ বিভিন্ন স্তরের জনগণ। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।



Our Like Page
Developed by: BD IT HOST