January 25, 2025, 4:37 pm
শিরোনামঃ
বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার শাহজাদপুরের নুকালী হাই স্কুল মাঠে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নেই ৫ আগষ্টে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান হয়েছে” বললেন আসাদুজ্জামান কামাল ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা শাহজাদপুরে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা, নজীরবিহীন বন উজাড় নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাতারবাড়ী জিয়াবুল হত্যা মামলার আসামীরা কে কোথায়

Reporter Name

স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়েক বছর আগে মর্মান্তিক যুবলীগ নেতা জিয়াবুল দিবালোকে বিকালে হত্যা শিকার হয় ৷বর্তমান কক্সবাজার জর্জকোটে মামলা চার্জঘটন হয়েছে এরপর মামলার স্বাক্ষীদের জবানবন্দী হবে এসব মামলার আসামীরা জামিন নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে ৷সোমবার (১৩ মার্চ) রাত ১২টার কাইছারুল ইসলাম ও আনছারুল ইসলাম ও কাইছারুল ইসলাম সহ আরো ৫-৬জন দলবল নিয়ে চুরায় মাল নিয়ে রাঙ্গাখালী চিংড়ী ঘের দিয়ে যাওয়ার সময় প্রজেক্টের ইজারাদার ওয়াজ উদ্দিনের হাতেনাতে ধরা পড়লে ৷সন্ত্রাসী কাইছারুল ইসলাম,পিতা- শামশুল আলম প্রকাশ শামসু ডাকাত মহেশখালী থানায় G.R মামলা নং ২৯০/২০১৯ ইং,G.R মামলা নং ২২৭/২০১৯ ইং এ মামলা সহ আরো একাধিক মামলার আসামী ৷

জিয়াবুল হত্যা মামলার আসামী,যার মামলা নং জিআর ১৯ ৫ আসামী ১৷ সামসুল আলম (৬৫),২আনছারুল ইসলাম (৪০),৩৷ কাইছারুল ইসলাম(৩৮),৪তহিদুল ইসলাম(৩০) জামিন না নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে চাকরীরত,৫ মিয়াজ ইসলাম (২৬),৬বুলবুল আকতার(৪৮),৭ নাস রিন আক্তার মুন্নি (২৯),৮৷ জন্নাতুল ফেরদৌস হুরী(২৮) তাদের হাতে বিভিন্ন দেশিয় অস্ত্র,দা,লম্বা দা,অগ্নেয়াস্ত্র ছিল,ভয় দেখিয়ে সন্ত্রাসীরা চলে গিয়ে ইজারাদারের নামে ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ করে হয়রানী করে বলে অভিযোগ করেন ইজারাদার ওয়াজ উদ্দিন ৷

তিনি আরো বলেন,উক্ত প্রজেক্ট দীর্ঘদিন অবৈধ দখলের প্রয়াস করছে সন্ত্রাসীরা সন্ত্রাসীর পরিবারের সকলে দু’তিন মামলার আসামী,আমাকে নানান হুমকী ও খুন করার জন্য প্রায় সময় হুমকী দিয়ে আসছে ৷তারা এসব মামলার খরচ চলাতে চলাতে আর্থিক সংকটের জেরে হিংস্র হয়ে উঠতে ছে৷আমি ও আমার পরিবারের নিরাপত্তার সংশয় প্রকাশ করছি, প্রশাসনের সহযোগিতা কামনা করছি।মহেশ খালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, জামিনে থেকে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে, জামিন না নিয়ে যারা অবাদে চলাফেরা করছে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব ৷



Our Like Page
Developed by: BD IT HOST