প্রথম বাংলা – গত ২৯/০৮/২০২৩ তারিখ মুক্তাগাছা থানাধীন পানহাটি সাকিনে যুবলীগ নেতা আসাদকে গুরুত্বর আঘাত করে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।উক্ত ঘটনায় মুক্তাগাছা থানার মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ ইং ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলাটি জেলা পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দে শে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহে ন্যাস্ত করিলে, অফিসার-ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে ডিবির টিম ধারাবাহিকভাবে অভি যান পরিচালনা করে ঘটনায় জড়িত এজাহার নামীয় ০৪নং আসামী মোঃ ইসমাঈল হোসেন (৪৪), পিতা-মৃত আলহাজ্ব মুসলেম উদ্দিন, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-তারাটি ফকিরপাড়া, থানা-মুক্তাগাছা,
জেলা-ময়মনসিংহ’কে ০৮/০৯/২০২৩ তারিখে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ০৬ টি মামলা রয়েছে।এখন পর্যন্ত উক্ত মামলায় ০৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।