প্রথম বাংলা-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ময়মন সিংহ জেলার মুক্তাগাছা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া,বিপিএম,পিপিএম।
শনিবার ১১ মে ২০২৪ তারিখে সকাল ১০:০০ ঘটিকায় মুক্তাগাছা থানায় পৌছিলে পুলিশ সুপারকে ফুলেল শু ভেচ্ছা জানান মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারু ক আহমেদ”এরপর মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ -এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করেন।
পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের নিমিত্তে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
তিনি থানায় কর্মরত অফিসার ফোর্স-এর দৈনন্দিন কার্য ক্রম,গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা,মালখানা,হাজ তখানা,ব্যারাক,থানা প্রাঙ্গন এবং নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক,সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। থানায় আগত সেবা প্রত্যাশীদের সে বার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনাসহওয়ারে ন্ট তামিল,মাদক বিরোধী অভিযান,থানা এলাকায় নিয় মিত টহল জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রম পরিচা লনার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহীনুল ইসলাম ফকির” অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),ময়মনসিংহ সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ।