আজ সপরিবারে দামাল সিনেমাটি দেখলাম। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের জন্য ফুটবল খেলা।
হতাশায় নিমজ্জিত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা তাদের কোচকে বিদায় জানিয়ে যাওয়ার আগে তিনি তাদেরকে থামিয়ে বসতে বলেন। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সাহসীকতার কাহিনী শোনাতে শুরু করেন যিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন।
ফুটবল দলের অধিনায়ক মুন্না চরিত্রে শরিফুল রাজ,মুন্নার স্ত্রী হাসনা চরিত্রে বিদ্যা সিনহা সাহা মীম,ফুটবল দলের স্ট্রাইকার দুর্জয় চরিত্রে সিয়াম আহমেদ,দুর্জয়ের চাচাতো বোন ও প্রেমিকা চরিত্রে শাহনাজ সুমি,গোলরক্ষক মনির ভূমিকায় সুমিত সেনগুপ্ত,বাংলাদেশ ফুটবল দলের কোচ ও স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজারের চরিত্রে ইন্তেখাব দিনার,
ডাক্তার ও মুন্নার বাবার চরিত্রে কায়েস চৌধুরী,
রাজাকার টুকু মিয়া চরিত্রে রাশেদ মামুন অপু,
পাকিস্তানি বাহিনীর মেজর কামরান চরিত্রে সাঈদ বাবুর অভিনয়ে আমাদের মুগ্ধ করেছে।
পরিচালক রায়হান রাফিকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য।