নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার মধ্যে অধিক মুনা ফা লাভের আশায় অবৈধভাবে ইটভাটা বানিয়ে বানিজ্য করে আসছিলো অনেক ইটভাটার মালিক। গাছের খড়ি স্তূপ করে রেখে দিবা-রাত্রি পোড়ানো হয় এসকল ইটভাটায়। এমন সংবাদ জাতীয় ‘দৈনি ক আজকের বসুন্ধরা’ পত্রিকা এবং বিভিন্ন স্থানীয় পত্রিকাসহ অসংখ্য অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার (১৩ ডিসেস্বর) দুপুরে ভ্রাম্য মাণ আদালত পরিচালানা করে জরিমানা আদায় করেন প্রশাসন।
জানা যায়, মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয় নের ঝালপুকুর গ্রামের নিকটবর্তী স্থানে কৃষি জমির উপর অবস্থিত আজিজুল হক সহ কয়েকজন সুবি ধাভোগী ব্যক্তির অবৈধ ইটভাটা অভিযান কালে ১০ হাজার জরিমানা আদায় করে ডামচিন্নি ভাটা বন্ধ করার নির্দেশ দেয়। পরে ইউনিয়েন আরেক ভাটায় গিয়ে ১০ টাকা জরিমানাসহ অবৈধ ইটভাটাটির ডামচিন্নি ভেঙ্গে দেয় প্রশাসন
অভিযান পরিচালানা নিয়ে মোহনপুর সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস বলেন,আজিজু লের অবৈধ ইট ভাটায় জরিমানা করে সর্তকতা প্রদান করা হয়েছে। আবারো সে এভাবে ইটের ভাটা পরিচালানা করলে বৃহৎ জরিমানা করে তার ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।
এবিষয়ে রাজশাহীর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কবির হোসেন বলেন, মোহনপুরের দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। আবারো তারা অবৈধ ভাবে পরিবেশ অধিদপ্তরের অনুমিত ও সরকারি নিতিমালা ছাড়া ইট ভাটা চালু করে পরিবেশ দূষিত করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।