March 20, 2025, 4:23 am
শিরোনামঃ
সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট ময়মনসিংহ অবৈধ নকল খাবার তৈরির মোমিন ফুড প্রোডাক্ট কারখানায় সিলগালা সহ জরিমানা রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ময়মনসিংহে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন শওকত হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান: তিনজন আটক, কারাদণ্ড ও জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মোহনপুরে থামছেনা রনি বাহিনীর দৌরাত্ম, মোবাইল দোকানে চুরি

Reporter Name

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে একটি মোবাইল দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল সেট,কম্পিউ টার ও মোবাইল মেরামত সরঞ্জামসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ধুরইল বাজারে একটি দোকানে এই ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকা নে তালা দিয়ে দোকান মালিক তরিকুল বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখেন মনিটর, পিসি, মোবাইল ফোন, মোবাইল সার্ভিসিং মেশিন ও ড্রয়ারে থাকা নগদ টাকাও নেই।

তরিকুল টেলিকমের মালিক ধুরইল তালুকদারপাড়া এলাকার ওয়াজেদের ছেলে তরিকুল জানান,তার দোকানে মনিটর,পিসি,৩১ টি মোবাইল ফোন,৩টি মোবাইল সার্ভিসিং মেশিন,ব্যাটারী,চার্জার,মেমোরী কার্ড ও ড্রয়ারে থাকা নগদ সাড়ে ১১ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। যার মূল্য দেড় লাখ টাকা।

ধুরইল বাজারের নাইটগার্ড ও বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানাগেছে,চুরি সংগঠিত হওয়ার আগে কিশোরগ্যাং লিডার রনি,আশরাফুল,স্বপন, মিলনসহ ৫/৭ জনের একটি দল চুরি হওয়া দোকানে র পাশে বসে আড্ডা দিচ্ছিল। চুরি সংগঠিত হওয়ার আগে রনি দোকান মালিক তরিকুলকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চেয়েছে বলেও জানায় তরিকু ল।এ বিষয়ে মোহনপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিক তরিকুল ইসলাম। অভিযোগ পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই আবু জাহেদ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।

দোকান মালিক তরিকুল জানান,
পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর রনি তাকে ফোন করে মামলা করলে ভবিষ্যতে আরো খারাপ হবে বলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে সেকারণে সে ভয়ে বাড়ি হতে বের হতে পারছেনা।উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারী শনিবার রাত ১০ টার সময় কিশোরগ্যাং লিডার রনি ও তার দলবল দেশীয় অস্ত্র ঠেকিয়ে ধুরইল ইউপির বিও পোস্ট মাস্টার সানোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করে।

দীর্ঘদিন যাবত একটি কুচক্রী মহল অন্যায় কাজে রনি ও তার দলবলকে ব্যবহার ও সহায়তা করায় এলাকায় মাদক,চুরি,ছিনতাই,চাঁদাবাজি ও রক্তা রক্তির ঘটনা ঘটছে বলে জানান সচেতন নাগরিক রা।এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা. সেলিম বাদশাহ বলেন,চুরি সংগঠিত হওয়ায় অভি যোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST