March 20, 2025, 5:14 am
শিরোনামঃ
মুক্তাগাছা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদে মহানগরীর নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট ময়মনসিংহ অবৈধ নকল খাবার তৈরির মোমিন ফুড প্রোডাক্ট কারখানায় সিলগালা সহ জরিমানা রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ময়মনসিংহে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন শওকত হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে কোল্ড স্টোরেজে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার রাজ কোল্ড স্টো রেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে।

গ্রেফতাকৃত আসামিরা হলেন, মো: আ: জালাল শেখ (৫৯ ) কাদের শেখ (২৮),মো: কামরুল ইসলাম (৪০),মো: ইক তিয়ার বিশ্বাস(৪২),জাকির গাজী(৫৬),জালাল বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের মৃত নুর মোহাম্ম দের ছেলে এবং কাদের শেখ একই এলাকার আ: কামাল শেখের ছেলে। কামরুল ইসলাম যশোর জেলার অভয়ন গর থানার ধুলিরগাতির মৃত মতলেবের ছেলে,ইকতিয়ার বিশ্বাস কোতয়ালী থানার হামিদপুরের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে। জাকির গাজী নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের মৃত ধলা গাজীর ছেলে তারা সকলে ই বর্তমানে যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামে বসবা স করে।

ঘটনা সূত্রে জানা যায়,গত গত ১২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় ডাকাতির প্রস্তু তির সময় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য অস্ত্রসহ ফকি রহাট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়।পুলিশের জিজ্ঞাসা বাদে তারা বিভিন্ন জেলায় চুরি,ডাকাতিসহ রাজশাহী মহান গরী’র পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির কথাও স্বীকার করে। বিষয়টি ফকিরহাট থানা পুলিশ আরএমপি’র পবা থানা পুলিশকে অবহিত করে।

উক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সাহাবুল ইসলাম ফকিরহাট থানায় উপস্থিত হয়ে গ্রেফতার হওয়া ৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামিরা কোল্ড স্টোরেজের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের পুনঃগ্রেফ তার এবং জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রি মান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামিদের পুনঃ গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পবা থানা পুলিশ আসামিদের বিজ্ঞ আদাল তে প্রেরণ করলে আসামি জালাল শেখ নিজের দোষ স্বী কার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রাতে মাঝ বয়সী তিন ব্যক্তি কাপড় দিয়ে মুখ ঢেকে পবা থানার বড় গাছী গ্রামে রাজ কোল্ড ষ্টোরেজের ভিতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের গেটের তালা ও ক্যাশ রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে ভোল্টের তালা ভেঙ্গে ৩০ লক্ষ্য ৬৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। রাজ কোল্ড স্টোরেজের মালিক মো: আহসান উদ্দিন সরকারের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় ঐ দিন একটি চুরির মামলা রুজু হয়।



Our Like Page
Developed by: BD IT HOST