June 22, 2025, 3:29 pm
শিরোনামঃ
বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয় হত্যা মামলায় কারাগারে সাবেক অতিরিক্ত আইজি ইকবাল বাহার গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার : আটক ২ দুদকের জালে ময়মনসিংহের শতাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে সোনালী ব্যাংক থেকে গ্রাহকের পাঁচ লাখ টাকা চুরি

Reporter Name

নিজস্ব প্রতিনিধি -সোনালী ব্যাংক রাজশাহী কর্পো রেট শাখা থেকে গ্রাহকের পাঁচ লাখ টাকা চুরি হয়ে ছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও ব্যাংক সূত্র জানায়,নগরীর বালিয়া পুকুর শিক্ষা নিকেতনের সহকারি শিক্ষক আব্দুল গফুর নগরীর আলুপট্টি এলাকার সোনালী ব্যাংকের রাজ শাহী কর্পোরেট শাখায় পাঁচ লাখ টাকা জামা দিতে যান। তিনি ব্যাংকের কাউন্টারের সামনে ব্যাগ পাশে রেখে জমা বই পূরণ করছিলেন। এর মধ্যে তার পাশে থাকা টাকার ব্যাগটি হাওয়া হয়ে যায়।

সংঘবদ্ধ চক্রের সদস্যরা এই টাকার ব্যাগটি নিয়ে মুহূর্তের মধ্যে সটকে পড়ে। এ ঘটনার পর তিনি সাথে সাথে বিষয়টি পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি টাকার ব্যাগ তুলে নিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে গ্রাহক সেজে ওই ব্যক্তি ব্যাংকে ঘুরাঘুরি করছিলেন। তিনি মাস্ক পড়ে ছিলেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। আসামিকে ধরতে অভিযানও শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আবদুল গফুর বাদী হয়ে থানায় মামলা করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST