আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী বেলপুকুর থানাধীন জামিরা এলাকা থেকে গত ০৯ মে রাত্রি ১০ টার সময় ৩৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাব লেটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।আটকৃত আসামী হলো,মোঃ ইমাম হোসেন (৩৫),সে রাজশাহী বেলপুকুর ইউনিয়নের জামিরা এলাকা র আবুল হোসেনের ছেলে।
র্যাব সুত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লা পাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে জামিরা এলাকায় ইমাম হোসেনের নিজ বসত বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এরই ধারাবাহিকতায় র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছ লে একজন কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই হাতে-নাতে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,তার বসতঘর সংলগ্ন রান্নাঘরের কাঠের লাকড়ির বস্তার নিচে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টা টল ট্যাবলেট আছে।আসামীর বিরুদ্ধে রাজশাহী বেলপুকুর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।