পীরজাদা মোঃ মাসুদ হোসাইন: রায়পুর,প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেলক্ষ্মীপুর -২ রায়পুর আসনের অন্তর্গত রায়পুর পৌরসভায়নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় রায়পুর পৌর আওয়ামীলী গ এর সভাপতি কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লারসভা পতিত্বে ও পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাইদ জুটন এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায়পৌ র আওয়ামীলীগ এর নের্তৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামীলীগে র সভাপতি-সাঃ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,পৌর মেয়র,পৌরসভায় বসবাসরত উপজেলা আওয়ামীলী গের নের্তৃবৃন্দ,পৌর কাউন্সিলরবৃন্দ,সহযোগী সংগঠনে র নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেনলক্ষ্মী পুর -২ রায়পুর আসনের নৌকা মার্কার প্রার্থী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।আরো বক্তব্য প্রদান করেন,রায়পু র পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট,পৌর আওয়ামীলীগ এর সিনিঃ সহ-সভাপতি জাকির হোসেন নোমান পাটোয়ারী,আইনুল কবির মনির,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন,রফিকুল ইসলামবাঙা লী,শামসুন নাহার লিলি,আক্তার হোসেন মিঝি,কাউন্সি লর রুবেল প্রধানিয়া,মাহবুবুর রহমান রিজভী,মোঃআবু ল হোসেন,মেহেদী হাসান শিশির,শিবলু ভাট,নাসির উদ্দীন রাসেল,শাহিন ভূইয়া প্রমূখ।
সভায় বক্তারা ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। সেই লক্ষে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হবে।