March 20, 2025, 5:11 am
শিরোনামঃ
মুক্তাগাছা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদে মহানগরীর নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট ময়মনসিংহ অবৈধ নকল খাবার তৈরির মোমিন ফুড প্রোডাক্ট কারখানায় সিলগালা সহ জরিমানা রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ময়মনসিংহে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন শওকত হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে বেড়াতে গিয়ে নৌকাডুবে কলেজ পড়ুয়া দুই বন্ধুর মৃত্যু

Reporter Name

সবুজ হোসেন রাজা , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে কলেজ পড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার পাড়ার তৌহিদের ছেলে তন্ময় (২০) এবং শাহ আলমের ছেলে সজল (১৮)। আহত জুবায়ের (২০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া যদুর জোলা এলাকায় হৃদয় বিদারক এঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, এদিন বেলা ১২ টার দিকে নিহত তন্ময়, সজলসহ আরও ৭ বন্ধু যদুর জোলা থেকে ডিঙ্গি নৌকায় রেশমবাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে ১০ মিনিট পরে নৌকাটি ডুবে যায়। এ সময় ৭জন সাঁতার কেটে কিনারায় এলেও তন্ময় ও সজল সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এদের মধ্যে জুবায়ের এখনও চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবুজ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মকবুল হোসেন জানান, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকিরা সাতরিয়ে তীরে উঠেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, নিহত দু’জনই তাদের মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। নিহতদের লাশ তাদের বাড়িতে নিয়ে গেলে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।



Our Like Page
Developed by: BD IT HOST