স্টাফ রিপোর্টার মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের ছোট্ট শিশু মাইশার (৩০ নভেম্বর) সকালে ঢাকার রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের অপারেশন হয়। অপারেশন থিয়েটারে (ওটি) ঘণ্টা দেড়েক রাখার পর হটাৎ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা খারাপ! তাকে দ্রুত আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নিতে হবে। আবারও চিকিৎসকের কথা অনুযায়ী হতবিহ্বল বাবা-মা।
ছোট্ট মেয়েটিকে নিয়ে ছুটে চলেন মিরপুর-১ মাজার রোডের সেই হাসপাতালে। সেখানে নেয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা গেছে মাইশা!
এমন নিষ্ঠুর মৃত্যুর প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলাবার (৬ ডিসেম্বর)কুড়িগ্রাম টু চিলমারী মহাসড়ক এর মধ্যবর্তি স্থান (মসজিদুল হুদার এর সামনে ) উলিপুরের সচেতন মহলের ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন। তারুণ্যের অহংকার আবু সাঈদ সরকার ভাইস চেয়ারম্যান উলিপুর উপ জেলা পরিষদ।শিক্ষা নবিশ এ্যাডভোকেট মাহফুজুর রহমান জজকোর্ট কুড়িগ্রাম। বলিষ্ঠ কন্ঠ স্বর অন্যা য়ের কাছে আপোষহীন মোঃ মোতলেবুর রহমান।মোছাঃ মর্জিনা বেগম সাবেক কাউন্সিলর উলিপুর পৌরসভা।সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবা কেন্দ্রীয় কমি টির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।বীর মুক্তিযো দ্ধা ফয়জার রহমান।মোছাঃ ফরিদা ইয়াসমিন নারী সংগঠনের সমন্বয়কারী।
বক্তৃতায় অন্যানদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
মোঃমাছুম করিম সমাজকর্মী বর্তমান চিকিৎসা ব্যবস্থা বানিজ্যিক টেস্টিং ব্যবসায় পরিনত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন উলিপুর উপজেলা সহ দেশের সকল উপজেলায় হাজার হাজার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে নিবন্ধন ছাড়া। তিনি দুঃখ প্রকাশ করে জানান এদের এক ডায়াগনস্টিক সেন্টারের টেস্টের ফলাফল অন্য আরেক ডায়াগনস্টিক সেন্টারের ফলাফল এর সাথে মিল পাওয়া যায়না।
হায়াৎ মহুতের মালিক আল্লাহ, মানুষের মরণের আগে একমাত্র ভরসা চিকিৎসা, আর এই চিকিৎসা ব্যবস্থা যেন বানিজ্যিক ব্যবসায় পরিনত না হয়।তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু দৃষ্টি কামনা করেন।