নিজস্ব প্রতিবেদক:
যারা মেট্রো রেলের বিভিন্ন প্রকল্পগুলোতে আগুন দিয়েছে তারা এই আজ সচিবালায় সকল দুর্নীতি মুচি পালানোর চেষ্টা চালাচ্ছিল অনুসন্ধানে বেরিয়ে আসবে সত্য কখনো চাপা থাকে না।দেশটাকে ধ্বংস করার জন্য এভাবে সম্পদ গুলো নষ্ট করে লাশের খেলা খেলছে এই খেলা বন্ধ হবে।
কবে বাংলাদেশের সাধারণ নাগরিকরা শান্তি চায় ওই সুদখোর মহাজন অশান্তি সৃষ্টি করেছিল তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।সাধারণ জনগণকে সত্য উদঘাটন করে প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে স্বীকার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের উপরে হামলা করেছে দেশটাকে ধ্বংস আবার দেশের অশান্তি সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে।
আজকে যে চিত্র সচিবালয় দেখাচ্ছিল খুবই দুঃখজনক ঘটনা শত শত আইনশৃঙ্খলা বাহিনীর থাকা সত্ত্বে একজন কিভাবে নিহত হয় বাকিগুলো কি সাথে ছিল না।না কেউ হত্যা করেছে যারা আগুন দিয়েছে তারা তাকে হত্যা করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এ কুলাঙ্গার সন্ত্রাসীদেরকে প্রকাশ্য বিচার করা হোক।
বাংলাদেশকে পূর্ব পাকিস্তানি বানানোর জন্য সমন্বয়করা পাকিস্তানের থেকে এক কণ্ঠশিল্পী এনেছিল।তার মূল্য ছিল’ বাংলাদেশের সাড়ে তিন কোটি টাকা আর বাংলাদেশের জনগণ না খাইয়ে দিন কাটাচ্ছে।এই কুলাঙ্গার সুধী মহাজনের বিরুদ্ধে সব কঠোর ব্যবস্থা দেওয়া হবে
আন্তর্জাতিকভাবে হবে এরা দেশের শত্রু জনগণের শত্রু এরা বাংলাদেশের থাকার কোন অধিকার রাখে না এরা যদি বাংলাদেশের শান্তি চাইতো। তাহলে আজ এত বড় বড় ভবনগুলোতে হামলা করত না আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করত না।
মেট্রোরেলে আগুন দিয়েছে মূলত পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশকে আবারও আধুনিক যুগে নিয়ে যাবে গত চার মাসে।বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করেছিল’এই কুলাঙ্গার সন্ত্রাসীরা আবার তারা আইনশৃঙ্খলা বাহিনীর ও ক্ষমতাসীন ব্যক্তি হয়ে এভাবে দেশটাকে ধ্বংস করতে যাচ্ছে।
সচিবালয়ে আগুন নিভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তার নাম সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের ট্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে। নয়ন সেই প্রথম সারির ফায়ারফাইটারদের একজন যারা সচিবালয়ে আগুন নেভাতে ঢুকছিলেন।
রহস্যজনকভাবে তার আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। হাসিবুল সেই সমন্বয়ক যিনি মেট্রোরেলে আগুন লাগিয়েছেন বলে একটি বেসরকারি টিভির টক-শোতে জানিয়েছিলেন।